Listen & view Aurthohin - Shurjo lyrics & tabs

Track : Shurjo

Artist : Aurthohin

Album : Aushomapto II

Shurjo by Aurthohin from album Aushomapto II

Duration : 6 minutes & 1 seconds.

Listener : 140 peoples.

Played : 912 times and counting.

নীল আকাশের নীচে পাখীর কলতানে
সবুজ ঘাসে হাঁটছি গিটারটা নিয়ে
মাথার ভিতর নতুন একটা সুর ঘোরে
হঠাৎ করে আকাশ ভেঙ্গে বৃষ্টি নামে
ফুলের সুবাস বাতাসে ভেসে আসে
এত সুখের মাঝেও কেন চোখে পানি আসে
সকালের এই মিষ্টি আলো কিযে ভালো লাগে
হঠাৎ করেই যে আমার ঘুমটা যায় ভেঙ্গে
চারিদিকে আঁধার অশ্লীল কালো
স্রষ্টার কাছে মিনতি দেখাও একটু আলো
দেহের এই অসুখটা বাড়ছে প্রতিদিনই
জীবনের শেষ ঘন্টাটা বাজতে এখনো বাকী
আমার যেন মৃত্যু হয় সূর্য ওঠার আগে
সূর্যের কাছে আমার অনেক ঋণ আছে
তাই আমি দেখতে চাইনা এই সূর্যটাকে
আমার যেন মৃত্যু হয় সূর্য ওঠার আগে
দেহের পচনটা বাড়ছে একটু একটু করে
অসীম এই যন্ত্রণা মোরে বোবা করে রাখে
সুখ নামের স্বপ্নটা যে অচেনা লাগে
চলে গেছে কোথায় আমায় একা ফেলে
দেখতে আর ভাল লাগেনা ওই নীল আকাশটা
সারারাত তাকিয়ে দেখি ঘরের সিলিঙটা
ইচ্ছে ছিল পৃথিবীটা বদলে দেবার
ইচ্ছে ছিল গিটার হাতে যুদ্ধে যাবার
চারিদিকে আঁধার অশ্লীল কালো
স্রষ্টার কাছে মিনতি দেখাও একটু আলো
দেহের এই অসুখটা বাড়ছে প্রতিদিনই
জীবনের শেষ ঘন্টাটা তো এখনো বাজতে বাকী
আমার যেন মৃত্যু হয় সূর্য ওঠার আগে
সূর্যের কাছে আমার অনেক ঋণ আছে
তাই আমি দেখতে চাইনা এই সূর্যটাকে
আমার যেন মৃত্যু হয় সূর্য ওঠার আগে
চারিদিকে আঁধার অশ্লীল কালো
স্রষ্টার কাছে মিনতি দেখাও একটু আলো
দেহের এই অসুখটা বাড়ছে প্রতিদিনই
জীবনের শেষ ঘন্টাটা যে বাজতে এখনো বাকী
আমার যেন মৃত্যু হয় সূর্য ওঠার আগে
সূর্যের কাছে আমার অনেক ঋণ আছে
তাই আমি দেখতে চাইনা এই সূর্যটাকে
আমার যেন মৃত্যু হয় সূর্য ওঠার আগে
আমার যেন মৃত্যু হয় সূর্য ওঠার আগে
সূর্যের কাছে আমার অনেক ঋণ আছে
তাই আমি দেখতে চাইনা এই সূর্যটাকে
আমার যেন মৃত্যু হয় সূর্য ওঠার আগে

Similar Tracks of Shurjo( Aurthohin )

Loading Time :0.2241268157959mem :1572864